ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

খেলা

রেকর্ড ৩৫১ রান করেও অস্ট্রেলিয়ার ‘বি টিমের’ কাছে হারল ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
রেকর্ড ৩৫১ রান করেও অস্ট্রেলিয়ার ‘বি টিমের’ কাছে হারল ইংল্যান্ড 

দলের ৫ জন শীর্ষ তারকাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেছে অস্ট্রেলিয়া। যে কারণে দলটিকে বলা হচ্ছিল অস্ট্রেলিয়ার 'বি টিম'।

কিন্তু খর্বশক্তির অজিদের কাছেই হেরে বসলো ইংল্যান্ড।

অথচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৫১ রান করেছিল ইংলিশরা৷ যেটি আবার চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই রেকর্ড ভেঙে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। সেটিও ১৫ বল হাতে রেখে।

আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে এর আগে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। অস্ট্রেলিয়ার ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়। ইংল্যান্ডও এত রান করে এর আগে কোনো ম্যাচ হারেনি। পাকিস্তানের মাটিতে  রান তাড়ায় এটি দ্বিতীয় সেরা সাফল্য।

আগে ব্যাট করে রানের পাহাড় গড়ার পর ম্যাচ হেলে পড়েছিল ইংলিশদের দিকেই। ওপেনার বেন ডাকেট একাই ১৪৩ বলে ১৬৫ রান করেন। যেটি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৭৮ বলে ৬৮ রান করে সহযোগীর ভূমিকায় ছিলেন জো রুট। আর শেষে ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন জফরা আর্চার।

জবাবে ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপেই পড়ে যায় অজিরা। এরপর ম্যাথু শর্টের ৬৬ বলে ৬৩ রান ও মার্নাস লাবুশেনের ৪৫ বলে ৪৭ রানে ভর করে ঘুরে দাঁড়ায় তারা। তবে ম্যাচ ইংল্যান্ডের হাত থেকে বের করে নিয়ে যান জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। এর মধ্যে ৬৩ বলে ৬৯ রান করে ক্যারি বিদায় নিলেও ৮৬ বলে ১২০ রান নিয়ে অপরাজিত থাকেন ইংলিস। আর ১৫ বলে ৩২ রানের ক্যামিও খেলে বাকি কাজ সহজ করে দেন গ্লেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।