সাফজয়ী ফুটবলার সহ ১৮ ফুটবলার বিদ্রোহ করে দলের বাইরে আছেন। তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গড়েছেন কোচ পিটার বাটলার।
ম্যাচের ১৮ মিনিটেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় বাংলাদেশ।
২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বাংলাদেশ ৩৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে। অধিনায়ক আফঈদা খন্দকার জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে স্বাগতিকরা জয় আরও নিশ্চিত করে জর্জিয়ার দ্বিতীয় গোলে।
ব্যবধান কমানোর চেষ্টা করেও বাংলাদেশ পারেনি হার এড়াতে। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে।
দেশ ছাড়ার আগেই বাটলার বলেছিলেন তরুণ দলের কাছ থেকে শুরুতেই জয় আশা করা ঠিক হবে না। তাদের সময় দিতে হবে পরিণত হওয়ার। পরের ম্যাচে আগামী ২রা মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এআর