বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স আয়োজিত হবে চীনের নানজিংয়ে। আগামী ২১-২৩ মার্চ আসরটি আয়োজিত হবে।
শুরুতে এই আসরে অংশ নেওয়ার কথা ছিল সাবেক দ্রুততম মানব ইমরানুরের। তবে তিনি নাম প্রত্যাহার করে নেন আগেই। এরপর নতুন সিদ্ধান্ত নিতে হয় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে। জহির রায়হান অংশ নেবেনে ৪০০ মিটার স্পিন্টে। এই ইভেন্টে জহির গত বছর এশিয়ান ইনডোরে রৌপ্য পদক পেয়েছিলেন। এবার জাতীয় অ্যাথলেটিকসে ধারাবাহিক পারফরম্যান্স করায় জহিরকে মনোনীত করেছে ফেডারেশন।
ইনডোর অ্যাথলেটিক্সে সুযোগ পেয়ে জহির বলেন, ‘আসলে এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবর শুনে অনেক ভালো লাগছে। এমনিতে অনেক পরিশ্রম করে যাচ্ছি। এখন পরিশ্রম আরও বাড়িয়ে দিতে হবে। যদিও বিশ্ব আসরে পদক জেতা অনেক কঠিন। তবে আমি চাইবে ২৫ মার্চ নিজের পারফরম্যান্স যেন ভালো হয়। আগের চেয়ে টাইমিংয়ে উন্নতি করে স্থানের দিক দিয়ে যথাসম্ভব ওপরের দিকে থাকতে। ’
ফেডারেশন সাবেক দ্রুততম মানব ইমরানকে বিশ্ব ইনডোরে ১০০ মিটারে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। জায়গা পাচ্ছেন না দেশের বর্তমান দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। বর্তমান দ্রুততম মানব মোঃ ইসমাইলের পরিবর্তে জহির কেন ? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য জিতেছে। তাই এবার বিশ্ব ইনডোরে তাকে আমরা নির্বাচিত করেছি। ইসমাইল, জহির সহ আরো দুই একজনের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এআর