ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

খেলা

ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত কাবরেরা

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। দলটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি হবে ভারতের শিলংয়ে।

এই ম্যাচকে সামনে রেখে গতকাল শনিবার থেকে মাঠের অনুশীলন শুরু করে দিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ভারতের বিপক্ষে ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ কোচ, প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের এগিয়ে রাখতেই লম্বা ক্যাম্প আর অনুশীলন শুরু লাল-সবুজের প্রতিনিধিদের।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান কোচ কাবরেরা। ভারত ম্যাচ নিয়ে বলেছেন, ‘এটা আমাদের জন্য খুবই বিশেষ ম্যাচ, সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচও। আমরা চ্যালেঞ্জ নিতে উদগ্রীব হয়ে আছি। ভারতে ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে এবং আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। ভারতের বিপক্ষে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। ভারত সফরের আগে এখান থেকে বাদ পড়বেন দুজন। তবে যারা দলে আছে প্রত্যেকেই পুরোপুরি ফিট আছেন বলে জানিয়েছেন কাবরেরা, ‘দলে কোনও ফিটনেস ইস্যু নেই। সবাই ফিট আছে এবং সবাই আত্মবিশ্বাসি। ’

প্রথমে বাংলাদেশে তিন দিন, এরপর সৌদি আরবে ২০ দিনের ক্যাম্প শেষে ম্যাচ ভেন্যুতে অনুশীলন; সব মিলিয়ে তিনটি ভাগে ভাগ হয়ে এবার অনুশীলন এবং ক্যাম্প করছেন কাবরেরা। এ নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের ভাবনা পরিষ্কার, ভারতের বিপক্ষে সব বিষয়ে এগিয়ে থাকতে চাই। ’

ভারত সফরে এবারই প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী ও ইতালিয়ান লিগে খেলা ফাহমেদুল ইসলাম। আগামী ১৬ মার্চ হামজা ক্যাম্পে যোগ দিতে পারেন বলে জানিয়েচেন কোচ কাবরেরা। তার দুই এক দিনের মধ্যে ফিরবেন ফাহমেদুলও।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।