ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

খেলা

অবসর ভেঙে ফিরলেন সুনীল ছেত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
অবসর ভেঙে ফিরলেন সুনীল ছেত্রী  সুনীল ছেত্রী। ছবি: সংগৃহীত

অবসর ভেঙে আবারো জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। মূলত বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ কে সামনে রেখেই অবসর ভেঙে ফেরত আসলেন তিনি।

আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত এর আগে ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে চলেছেন ছেত্রী।  

ভারতের ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পেইজে ছেত্রীর ফেরার খবর জানিয়েছে। তারা পোস্টে লিখেছে, ‘সুনীল ছেত্রী ফিরছে। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। ’ ৪০ বছর বয়সী ছেত্রী গেল জুন মাসে কুয়েতের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন।

৪০ বছরের সুনীল শুধুমাত্র সেই দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরছেন কিনা, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। পরবর্তীতেও খেলবেন কিনা, সেটাও স্পষ্টভাবে জানায়নি ফেডারেশন।  

সুনীলের অবসর ভেঙে ফেরায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতীয় ফুটবল ভক্তদের মাঝে। সুনীলের সিদ্ধান্তে খুশি হবেন কিনা, তা নিয়ে ধন্দে আছেন ফুটবল ভক্তরা। এক নেটিজেন বলেছেন, ‘একদিকে আমি আনন্দিত যে সুনীল ছেত্রী ফের ভারতীয় জার্সি পরে মাঠে নামবেন। কিন্তু অন্যদিকে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে পুরো দেশে আমরা এখনও সুনীল ছেত্রীর একজনও বিকল্প পেলাম না। ’ একই সুর অপর একজন বলেন, ‘সুনীল ছেত্রীকে ছাড়া ভারতীয় দলের এমনই অবস্থা যে ওকে অবসর ভাঙতে বাধ্য হল। ’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরী ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন। সেই সঙ্গে আছেন ইতালির লীগে খেলা ফাহামেদুলের খেলার সম্ভাবনা। অন্যান্য বারের তুলনায় এবারের বাংলাদেশ ভিন্ন আগের চাইতে শক্তিশালী। শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে নিজেদের আরও শক্তিশালী করতে অবসর ভেঙে ফিরলেন সুনীল। বাংলাদেশের বিপক্ষে ভারতের ফলাফল কি হবে তার সময় বলে দিবে।  

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।