ময়মনসিংহ: গতবার জার্মানি থেকে গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকসের স্বর্ণ জিতে এসেছিলেন বাকপ্রতিবন্ধী স্বর্ণা আক্তার (১৪)। এবার ইতালির তুরিনেও শীতকালীন স্পেশাল অলিম্পিকসের ফ্লোর বল ইভেন্টে সোনা জিতেছেন জেলার নান্দাইল উপজেলার এই কিশোরী।
টানা দ্বিতীয় স্বর্ণ জিতে আজ বীরের বেশে বাংলাদেশে ফিরেছেন স্বর্ণা। দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। ৪-২ গোলে জেতা ম্যাচে একটি গোল করেছেন অধিনায়ক স্বর্ণা আক্তার। এর আগে ২০২৩ সালে জার্মানির বার্লিনে গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফুটবলে দলের হয়ে সোনা জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম এলাকার হতদরিদ্র কৃষক মো. নুরু মিয়ার মেয়ে স্বর্ণা। পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে স্বর্ণা তৃতীয় সন্তান। তবে জন্ম থেকেই তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তাকে উপজেলা সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করা হয়। স্বর্ণা ওই বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছেন।
স্বর্ণাকে সংবর্ধনা দেওয়ার পর নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, 'স্বর্ণার এই সফলতা বাংলাদেশের অর্জন। এতে নান্দাইলবাসী গর্বিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে স্বর্ণাকে সংবর্ধনা দিয়েছি। তার জন্য আমাদের শুভকামনা রইলো। '
স্বর্ণার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ জানান, ছোট থেকেই স্বর্ণার খেলাধূলায় খুব আগ্রহী ছিলেন। এখন তিনি দেশের তালিকাভুক্ত খেলোয়াড়। বর্তমানে স্বর্ণা ছাড়াও এই বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন আরও ৮ জন শিক্ষার্থী গত চার বছরে বেশ কয়েকবার প্রশিক্ষণ নিয়েছে বিকেএসপি থেকে।
প্রসঙ্গত, বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত বিশেষ অলিম্পিকস মূলত শীতকালীন দেশগুলোর জন্য। ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন। বরফের ওপর বিভিন্ন খেলা হয়। আর যেসব দেশে তুষারপাত হয় না, তাদের জন্য রাখা হয়েছে ফ্লোর বল, যা অনেকটা হকি খেলার মতো।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এমএইচএম