২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। আসরটিতে আসছে বেশ কিছু পরিবর্তন।
গতকাল এই যৌথ-অলিম্পিক ইভেন্টগুলোর ঘোষণা দেয় আইওসি। গত আসরগুলোতে শুধু পুরুষই অংশগ্রহণ করতো এই ইভেন্টগুলোতে। কিন্তু এবার ব্যতিক্রম করতে যাচ্ছে অলিম্পিক কমিটি। লিঙ্গ সমতার কথা চিন্তা করে গলফ ও জিমন্যাস্টিকে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে মেয়েরা।
এই ব্যাপারে আইওসি পরিচালক কিট ম্যাককনেল জানান, ‘এই মিশ্র ইভেন্টগুলির মাধ্যমে লিঙ্গ সমতার এক উদাহরণ তৈরি করবো আমরা। একই মাঠে, একই দলের হয়ে নারী ও পুরুষ একসঙ্গে দেশের হয়ে লড়বে। আমরা ইতোমধ্যেই ভালো ফলাফল দেখেছি (মিশ্র ইভেন্টগুলোর)। এই অ্যাথলেটরা ইভেন্টগুলোর মাধ্যমে দারুণ কিছু নিয়ে আসবে। ’
যদিও বিশ্বে গলফ এবং জিমন্যাস্টিকে এরকমটা খুব বেশি দেখা যায়না। তবে নারী ও পুরুষ মিশ্রভাবে খেলার নজির রয়েছে। গলফে গ্র্যান্ট থরটন ইনভাইটেশনাল টুর্নামেন্টে এমনটা দেখা যায়। সেখানে ১৬টি দল অংশগ্রহণ করে। প্রত্যেক দলে পিজিএ এবং এলপিজিএ থেকে একজন করে অ্যাথলেট থাকতে হয়। আর জিমন্যাস্টিকসে ডিটিবি পোকালে নারী ও পুরুষ একইসঙ্গে প্রতিযোগিতা করতে দেখা যায়।
এদিকে অলিম্পিকে মিশ্র ইভেন্ট ঘোষণার পরেই ম্যাককনেল জানায়, ইতোমধ্যে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনকে মে মাসের মধ্যেই নতুন ফরম্যাট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। অলিম্পিকের পরবর্তী আসর ২০২৮ সালের জুলাই মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে। যা চলবে ৩০ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরইউ