ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

খেলা

হকি নিয়ে বড় স্বপ্ন বিমানবাহিনী প্রধানের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, এপ্রিল ১২, ২০২৫
হকি নিয়ে বড় স্বপ্ন বিমানবাহিনী প্রধানের ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : আইএসপিআর

আসন্ন 'এএইচএফ কাপ জাকার্তা ২০২৫' হকি টুর্নামেন্টকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল।

এ উপলক্ষে শনিবার ঢাকার ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন, ফটোসেশন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “হকি এমন একটি মঞ্চ, যেখানে আমরা দেশের প্রতিনিধিত্ব করতে পারি। আমরা খেলোয়াড়দের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত—ট্রেনিং, জার্সি, পরিবহন বা কোচ—সবই থাকবে। কিন্তু মাঠে নেমে পারফর্ম করতে হবে তোমাদেরই। ”

তিনি আরও বলেন, “খেলার সময় যে স্পিড, যে জোশ দরকার—তা তোমাদেরই আনতে হবে। আমরা চাই তোমরা দেশকে গর্বিত করো। ”

এই টুর্নামেন্টটি এশিয়া কাপ ২০২৫-এর বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে। ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ মোট ১০টি দেশ এতে অংশ নিচ্ছে।

অতীতে বাংলাদেশ এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই এবারও একটি ভালো ফলাফলের আশায় রয়েছে গোটা দল ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি এবং পারস্পরিক সমন্বয় বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান বিমানবাহিনী প্রধান। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “বাংলাদেশ দল এবারের টুর্নামেন্টেও ভালো কিছু করে দেখাবে। ”

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।