ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারবেন তো হামজা চৌধুরী?

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারবেন তো হামজা চৌধুরী?

ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটি এখন রেলিগেশনের শঙ্কায় দিন কাটাচ্ছে। মৌসুমের শেষদিকে টিকে থাকার লড়াইয়ে ক্লাবটির পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়েছে।

সমর্থকদের মাঝে তাই বাড়ছে উদ্বেগ—তারা কি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে থাকতে পারবে, নাকি নেমে যেতে হবে চ্যাম্পিয়নশিপে?

এই লেস্টার থেকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে গেছেন বাংলাদেশ ফুটবল দলের বর্তমান পোস্টার বয় হামজা চৌধুরী।    

দীর্ঘদিন লেস্টারের হয়ে খেলার পর দলে গেম টাইম কমে যায় হামজার। কোচের পরিকল্পনায় না থাকায় নিজের ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে শেফিল্ডে যোগ দেন হামজা। চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে গিয়ে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন তিনি। ক্লাবটির মিডফিল্ডে অভিজ্ঞতা ও গতি যোগাচ্ছেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার।

কিন্তু শেষ ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও হোঁচট খেয়েছে শেফিল্ড ইউনাইটেড। টার্ফ মুরে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে ২-১ গোলে হেরে বসে হামজা চৌধুরীর দল।

এই জয়ে বার্নলি নিশ্চিত করেছে তাদের প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন। একই দিনে দারুণভাবে দিন রাঙিয়েছে লিডস ইউনাইটেডও। স্টোক সিটিকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে তারাও জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগে।

চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে যেতে হলে টেবিলের শীর্ষ দুইয়ে থাকতে হয়। দুই ম্যাচ হাতে রেখেই লিডস ও বার্নলি সে জায়গা পাকা করে ফেলেছে। চ্যাম্পিয়নশিপে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো প্লে-অফে মুখোমুখি হবে, যেখান থেকে কেবল একটি দল প্রিমিয়ার লিগে উঠতে পারবে।

শেফিল্ড রেলিগেশনের শঙ্কা আর ইংলিশ চ্যাম্পিয়নশিপ শেফিল্ড ইউনাইটেডের পিছিয়ে পড়া দুই মিলে হামজা চৌধুরীর জন্য প্রিমিয়ার লিগে ফেরার দরজা যেন বন্ধ হতে চলেছে।    

হামজা চৌধুরীদের সামনে অবশ্য এখনো প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। তবে সেখান থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে হলে তাদের টানা দুই ম্যাচে জয় পেতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘন্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।