২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। সেই আসরে সরাসরি জায়গা পেতে হলে আগামী ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে।
আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচে হারের পর সেই লক্ষ্য কিছুটা কঠিন হয়ে গেছে। কারণ, সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে পারলেই কেবল পাঁচ পয়েন্ট যোগ হতো বাংলাদেশের নামে। এখন বাকি ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখতে চায় দল।
এ প্রসঙ্গে পেসার তানজিম হাসান সাকিব বলেন, 'আমাদের মনে হয়, বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ালিফায়ার খেলা মানায় না। আমাদের জায়গা হওয়া উচিত আরও উপরে। যা হয়ে গেছে, সেটা নিয়ে ভাবছি না। এখন লক্ষ্য- আগামী ম্যাচগুলো জেতা। '
সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, 'আমরা চাই ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে। কোয়ালিফায়ারে নামা আমাদের দলের মানের সঙ্গে যায় না। তাই এখন সব মনোযোগ কেবল জয়ের দিকেই। '
অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েও কথা বলেছেন তানজিম সাকিব। তিনি মানছেন, সাকিবের বিকল্প খুঁজে পাওয়া বা তৈরি করা খুবই দুরূহ।
তিনি বলেন, 'সাকিব (সাকিব আল হাসান) ভাই তো পুরো বিশ্বে একজন। সাকিব ভাই দলে থাকা মানে একটা বোলার একটা ব্যাটার নিয়ে টেনশন করতে হচ্ছে না। এরকম অলরাউন্ডার দুর্লভ। উনার ব্যাকআপ পাওয়া, দলে তৈরি করা খুব কঠিন। যত সম্ভব আমরা চেষ্টা করব। বোলার-ব্যাটাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এই অভাব পূরণ করতে পারব। '
এফবি