ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

খেলা

বিশ্বমঞ্চের দোরগোড়ায় যুব হকি, প্রস্তুতির পথে অনিশ্চয়তা ও সংকট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জুলাই ২৩, ২০২৫
বিশ্বমঞ্চের দোরগোড়ায় যুব হকি, প্রস্তুতির পথে অনিশ্চয়তা ও সংকট

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের ইতিহাস গড়া অর্জনের পর প্রায় সাত মাস পেরিয়ে গেছে। থাইল্যান্ডকে হারিয়ে ওমানে যুব বিশ্বকাপের টিকিট পাওয়ার সেই মুহূর্ত এখন কেবলই স্মৃতি।

দেশে ফেরার পর হকি ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা, বড় বড় প্রতিশ্রুতি, প্রস্তুতির ছয় মাসব্যাপী পরিকল্পনা—সবকিছুই শোনা গিয়েছিল জোরেশোরে। কিন্তু বাস্তব চিত্র বলছে, স্বপ্নের জায়গা থেকে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ হকি।

অবশেষে চার মাস আগে হলেও যুব বিশ্বকাপকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে আবাসিক ক্যাম্প। আগামী শনিবার বিকেল ৫টায় পল্টনের মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করবেন খেলোয়াড়রা। পরদিন অনুষ্ঠিত হবে কুপার টেস্ট। ক্যাম্পের প্রথম ধাপে থাকছেন দেশীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব। তবে মূল দায়িত্ব নিতে যাচ্ছেন ডাচ কোচ সিগফ্রাইড অ্যাকম্যান, যিনি সেপ্টেম্বরের শুরুতে যোগ দেবেন দলের সঙ্গে।

প্রশ্ন উঠছে, বিশ্বকাপের মতো বড় আসরের মাত্র চার মাস আগে ক্যাম্প শুরু করেই কতটা প্রস্তুত হতে পারবে বাংলাদেশ? হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপন স্বীকার করলেন প্রস্তুতির ঘাটতির বিষয়টি। বলেন, “চেষ্টা করছি দেশের বাইরে কয়েকটি ম্যাচ খেলানোর। ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া কিংবা ইউরোপ—সবই আমাদের বিবেচনায় আছে। তবে সবকিছু নির্ভর করছে কোচের পরিকল্পনা ও অর্থের সরবরাহের উপর। ”

অর্থসংকটই যেন এই প্রস্তুতির সবচেয়ে বড় বাধা। ছয় মাসের ক্যাম্পের পরিকল্পনা থাকলেও বাস্তবে চার মাসের ক্যাম্প চালানোর অর্থও পুরোপুরি নিশ্চিত নয়। “আমরা অ্যাডহক কমিটি, স্থায়ী কোনো বাজেট বা তহবিল নেই আমাদের হাতে,” জানান তপন।

দেশে একটি প্রস্তুতি টুর্নামেন্ট আয়োজনের কথাও অনেকদিন ধরে শোনা যাচ্ছে, যেখানে অন্তত চারটি বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে এখানেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই দলের অনেক খেলোয়াড় সিনিয়র হকি দলের সঙ্গে আগে থেকেই যুক্ত। আবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে খেলা খেলোয়াড়েরাও রয়েছেন দলে। হকি স্টেডিয়ামে বর্তমানে চলমান সিনিয়র দলের ক্যাম্প থেকে কিছুটা হলেও উপকার পাবে যুব দল—এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

এই বছরের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো এই আসরে খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের গ্রুপে রয়েছে গতবারের রানার্স আপ ফ্রান্স, শক্তিশালী অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া।

পার্শ্ববর্তী দেশ ভারত অনেক আগেই জার্মানিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। অন্য দলগুলোরও প্রস্তুতি অনেক এগিয়ে। তবে তুলনায় না গিয়ে দেশের বাস্তবতা মেনে নিয়েই এগোতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন।

স্বপ্নের বিশ্বকাপ সামনে। কিন্তু প্রস্তুতির অগ্রগতি ও আর্থিক অনিশ্চয়তা বলছে—বাংলাদেশ হকি দল এখনো বাস্তবতার দোলাচলে।  

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।