অবশেষে হাসিমুখে টুর্নামেন্ট শেষ করল রয়েল থিম্পু কলেজ এফসি (আরটিসি)। এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে লাওসের মাস্টার এফসিকে ৫-০ গোলে হারিয়ে জয়ের স্বাদ পেল ভুটানের এই ক্লাব।
রোববার লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রথম একাদশে জায়গা পান স্বপ্না, শামসুন্নাহার সিনিয়র ও তহুরা খাতুন। তবে বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপাকে বসিয়ে রাখে কোচিং স্টাফ।
ম্যাচের শুরুতেই গোলের সম্ভাবনা তৈরি করেছিল আরটিসি। শামসুন্নাহারের শট রুখে দেন মাস্টারের গোলরক্ষক। কিন্তু চতুর্থ মিনিটেই ভুটানের সোনাম চোডেন দূরপাল্লার দুর্দান্ত শটে জাল খুঁজে নেন। ১২ মিনিটে আসে দিনের অন্যতম সেরা মুহূর্ত বাংলাদেশি মিডফিল্ডার স্বপ্নারানীর প্রায় ৩০ গজ দূরের শট সোজা গিয়ে জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে। এর মাধ্যমে এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে গোল করার কাতারে নাম লেখালেন তিনি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আরটিসি। বিরতির পর আরও তিনবার জাল কাঁপায় তারা। সোনাম চোডেন দ্বিতীয় গোলের পর একবার করে গোল করেন পেমা চোডেন শেরিং ও দেকি লাজম। বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও আগের দুই ম্যাচের হারের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ভুটানের ক্লাবটিকে।
এর আগে তাইওয়ানের কাওশিউংয়ের কাছে ২-০ ও উত্তর কোরিয়ার নায়েগোহায়াংয়ের কাছে ৭-০ ব্যবধানে হেরেছিল আফঈদাদের দল। শেষ ম্যাচে জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করল আরটিসি।
এআর