ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোয় ভীত নয় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
অ্যাতলেতিকোয় ভীত নয় বার্সেলোনা ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা এলচেকে ৯-০ গোলের অ্যাগ্রিগেডে হারিয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে উঠেছে। প্রথম লেগে ৫-০ আর দ্বিতীয় লেগে ৪-০ গোলে কাতালানরা হারিয়েছে এলচেকে।



কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের ছাত্ররা কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে হারিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। প্রথম লেগে ২-০ ও পরের লেগে ২-২ গোলের ব্যবধানে ম্যাচ শেষ করে অ্যাতলেতিকো।

তবে, এলচের বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে বার্সার হয়ে গোল করা সার্জি রবার্তো জানিয়েছেন, নিজেদের সহজাত খেলাটি খেললে অ্যাতলেতিকোকে কোয়ার্টার ফাইনালে হারানো কঠিন হবে না। তিনি বলেন, আমরা সে ম্যাচে জয়ের জন্য যা যা করা দরকার সবই করবো।

এ বছরের শুরুর দিকে কাতালানরা লা লিগার ম্যাচে অ্যাতলেতিকোকে ৩-১ গোলে হারিয়েছে। তাই কোপা দেল রে’তে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা।

এ প্রসঙ্গে বার্সার অফিসিয়াল ওয়েবসাইটে রবার্তো বলেন, আমরা তাদের লা লিগার ম্যাচে হারিয়েছি। আমি আশা করছি, এমনটিই আবারো ঘটবে। আমরা চাই দলের সকল সমর্থক আমাদের সমর্থন দিয়ে জয়টি উপভোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।