ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দশম রাউন্ড শেষে ২৫তম স্থানে জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
দশম রাউন্ড শেষে ২৫তম স্থানে জিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের নয়া দিল্লী শহরে অনুষ্ঠিত ১৩তম পারসোনাথ দিল্লী আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ২৫তম স্থান পেয়েছেন।

জিয়া ১০ খেলায় ৬.৫ পয়েন্ট অর্জন করেন।

শুক্রবার অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার সপ্নিল দুপুরের সাথে ড্র করেন। ৮ পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিং এ ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রেই ব্যারিপোলেটস চ্যাম্পিয়ন, রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ইভান পোপভ রানার-আপ এবং ইতালীর গ্র্যান্ড মাস্টার ডেভিড আলবার্তো তৃতীয় স্থান অর্জন করেন।

১৮টি দেশের ২২ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৭ জন আন্তর্জাতিক মাস্টার সহ ১৭৯জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

এদিকে, প্রাইম ব্যাংক ১৭তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৭তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।

শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রিড়া কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলা শেষে ১১ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, আব্দুল্লাহ আল-সাইফ, মোঃ শরীফ হোসেন, মোহাম্মদ এনায়েত হোসেন, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও হাসান নাজির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।