ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জন্মদিনের আগে হাসপাতালে মোহাম্মদ আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
জন্মদিনের আগে হাসপাতালে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী

ঢাকা: তিনবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন সাবেক বক্সার মোহাম্মদ আলী আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



আলীর মুখপাত্র বব গানেল জানান, ৭২ বছর বয়সী আলীকে মূত্রনালীর সংক্রমণের কারণে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, খুব শিগগিরি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

গানেল আরও জানান, গতবারের মতোই আলীর চিকিৎসা চলছে। তার অবস্থা নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আলীকে মূত্রনালীর সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তিনি দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে যান।

বক্সিংয়ের এ কিংবদন্তি ১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেন। এর তিন বছর পর ১৯৮৪ সালে তিনি পারকিনসন রোগে আক্রান্ত হন। আর একদিন পরেই তিনি ৭৩ বছরে পা রাখবেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।