ঢাকা: রাজধানী ঢাকা থেকে অদূরেই বাড্ডা থানার অন্তর্ভুক্ত বেরাইদ ইউনিয়নে নতুন এক স্টেডিয়াম তার যাত্রা শুরু করেছে। শুক্রবার বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদ্বোধন হলো এ কে এম রহমতুল্লাহ স্টেডিয়ামের।
স্টেডিয়ামটির উদ্বোধন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
স্টেডিয়াম উদ্বোধন হওয়ায় এলাকার কিশোর তরুণদের মধ্যে দেখা গেছে খুশির ভাব। তৃতীয় চেয়ারম্যান গোল্ডকাপ ফাইনাল দেখতে ছোট্ট এ স্টেডিয়ামটিতে জড়ো হয় প্রায় হাজারখানেক দর্শক।
স্টেডিয়ামে খেলা দেখতে আসা ফায়জুল নামে এক তরূণ বাংলানিউজকে জানান, ‘মাঠটা হয়তো একটু ছোট, কিন্তু তাও কম কি, আর এমন একটা মাঠ হওয়ায় ছেলেরাও খেলাধূলার সুযোগ পাবে, অপরাধ প্রবণতাও কমবে। আশা করি এই স্টেডিয়ামটাও আরো বড় হবে।
মধ্যবয়সীরাও এদিন ভীড় করেছিলেন স্টেডিয়ামে। তাদেরই একজন আবু বক্কর সিদ্দীকি, তিনি বললেন ঢাকা শহরে মাঠের অভাব, খেলা যায় না কত অভিযোগ, কিন্তু ইচ্ছে থাকলে মাঠের ব্যবস্থা করা যায়, এই স্টেডিয়ামই তার প্রমাণ।
স্টেডিয়ামটি উদ্বোধনের আগেই তৃতীয় চেয়াম্যান গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পারাবর্তা একাদশ এবং খিলক্ষেত যুব স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলার বিরতির মাঝেই হাসানুল হক ইনু স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।
ফাইনালে টাইব্রেকারে পারাবর্তা একাদশ ৪-১ গোলে খিলক্ষেত যুব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নাইন এ সাইড এই টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল ১২টি দল।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫