ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

খেলা

হাসপাতাল থেকে ফিরেছেন মোহাম্মদ আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, জানুয়ারি ১৭, ২০১৫
হাসপাতাল থেকে ফিরেছেন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী

ঢাকা: আমেরিকার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে সাবেক বক্সার মোহাম্মদ আলীকে। তিনবারের হেভিওয়েট এ বিশ্ব চ্যাম্পিয়নকে গতকাল মূত্রনালীর সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।



আলীর মুখপাত্র বব গানেল জানান, ৭২ বছর বয়সী আলীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। আর এখন সে তার বাসায় ফিরেছেন।

এর আগে এ গ্রেট বক্সারকে গত চার সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে আসতে হয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আলীকে মূত্রনালীর সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তিনি দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে যান।

গানেল আরো জানান, আজ আলীর ৭৩তম জম্মবার্ষিকি। আর নিজের জম্মদিন তিনি পরিবারের সঙ্গেই পালন করবেন।

বক্সিংয়ের এ কিংবদন্তি ১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেন। এর তিন বছর পর ১৯৮৪ সালে তিনি পারকিনসন রোগে আক্রান্ত হয়েছিলন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।