ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

খেলা

বার্সাকে সাহায্য করতে চান রবার্তো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জানুয়ারি ১৭, ২০১৫
বার্সাকে সাহায্য করতে চান রবার্তো ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় সারির দল নামিয়েও বার্সেলোনার কোচ লুইস এনরিক কোপা দেল রে’র ম্যাচে জয় পেয়েছেন। এলচের বিপক্ষে তার জুনিয়র শিষ্যরা ৪-০ গোলের জয় উপহার দিয়েছে তাকে।

ফলে, দুই লেগ মিলিয়ে এলচের বিপক্ষে ৯-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা।

এলচের বিপক্ষে সে ম্যাচে গোল করেছেন বার্সার উঠতি তারকা সার্জি রবার্তো। ম্যাচের ৪০ মিনিটে বার্সার হয়ে গোলটি করেন তিনি। এবারে বার্সা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে।

রবার্তো জানিয়েছেন, ম্যাচে গোল করতে পারলে ভালো লাগে। স্কোর করতে পারলে একজন ফুটবলারের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমারও আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমি যে কোনো প্রয়োজনে ক্লাবকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরও যোগ করেন, অ্যাতলেতিকো মাদ্রিদ কঠিন প্রতিপক্ষ। যদি সুযোগ পাই আমি চাইবো তাদের বিপক্ষেও গোল করতে। তবে, সবার আগে চাইবো ক্লাবকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাহায্য করতে। কারণ প্রতিটি দলের দুর্বল কিছু দিক রয়েছে। আমি অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামতে ইচ্ছুক।

নিজেদের সহজাত খেলাটি খেললে অ্যাতলেতিকোকে কোয়ার্টার ফাইনালে হারানো কঠিন হবে না বলে জানান রবার্তো। এ প্রসঙ্গে তার মতামত, আমরা সে ম্যাচে জয়ের জন্য যা যা করা দরকার সবই করবো।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।