ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

রংপুর বিভাগে সেরা হল সুস্মিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জানুয়ারি ১৭, ২০১৫
রংপুর বিভাগে সেরা হল সুস্মিতা সুস্মিতা রায়

লালমনিরহাট: জাতীয় শিশু প্রতিযোগিতা ২০১৫’তে রংপুর বিভাগে দীর্ঘ লাফে সেরা হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধার ক্ষুদে শিক্ষার্থী সুস্মিতা রায়।

শনিবার সকালে  রংপুর জেলা স্কুল মাঠে সর্বোচ্চ ০৩.৬২ মিটার ( প্রায় ১১ ফিট ১০ ইঞ্চি)  লাফ দিয়ে আঞ্চলিক ভাবে এ কৃতিত্ব অর্জন করে ১০ বছর বয়সী ক্ষুদে এ শিক্ষার্থী।



সুস্মিতা রায় হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্ণা গ্রামের জগেন্দ্র নাথের মেয়ে। সুস্মিতা উপজেলা ও জেলা পর্যায়ের পর এবার বিভাগীয় প্রতিযোগিতায় সেরা হওয়ায় গৌরব অর্জন করে।

মোবাইল ফোনে সুস্মিতার সেরা হওয়ার খবর পেয়ে পুরো হাতীবান্ধা জুড়ে বিরাজ করছে আনন্দের বন্যা। হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম বাংলানিউজকে বলেন, সুস্মিতা আঞ্চলিকভাবে সেরা হওয়ায় আমরা ধণ্য। আগামীতে সে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ সেরা হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।