ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপকে সমানে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের জার্সি ডিজাইন প্রতিযোগিতা। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ বিষয়টিকে আরো রোমাঞ্চকর করে তুলেছে আকর্ষনীয় পুরস্কার ঘোষণা করে।
জার্সি ডিজাইন তৈরির একটি রূপরেখা দিয়ে দিয়েছে বাফুফে কর্তৃপক্ষ। প্রথমত দুই সেট জার্সি ডিজাইন করতে হবে। রং এর ক্ষেত্রে অবশ্যই লাল ও সবুজকে প্রাধান্য দিতে হবে। প্রথম সেটে প্রাধান্য পাবে সবুজ রং সাথে লাল। দ্বিতীয় সেটে লাল রং প্রাধান্য পাবে, সাথে সবুজ। দুই সেটের সাথেই অন্য রং ব্যবহার করা যেতে পারে( তবে প্রাধান্য কম থাকবে)।
প্যান্টের ক্ষেত্রে ডিজাইনের যা হোক, প্যান্টের রং হতে হবে সাদা। ২০ জনুয়ারির মধ্যেই ডিজাইন জমা দিতে হবে ইমেইলে, bangabandhugc15.volunteer@gmail.com। ফরমেট অবশ্যই ইলাস্ট্রেটর হতে হবে। সেই সাথে ডিজাইনারের একটি জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।
প্রেস কনফারেন্স করে জার্সি উন্মোচন করা হবে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও খেলোয়াড়দের সাথে ছবি তোলার সুযোগ পাবেন। ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের সকল ম্যাচের ভিআইপি টিকেট পাবেন। তাকে একটি সনদ পত্র প্রদান করা হবে। এছাড়াও তাকে দেয়া হবে ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল ব্রাজুকা ফুটবল।
তাকে সম্মানিত করা হবে একজন সঙ্গীসহ নেপাল ঘুরে আসার সুযোগ। তিনি নৈশ্যভোজে অংশ নিবেন একটি পাঁচতারা হোটেলে বাংলাদেশ ফুটবল দলের সাথে। আর সর্বশেষ তাকে ব্লেজার প্রদান করা হবে ফুটবল ফেডারেশন থেকে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫