ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৭তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৫ জন খেলোয়াড় পূর্ণ চার পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন।
শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজউদ্দিন, লিওনাইন চেসের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফ ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদ এনায়েত হোসেন ও লিওনাইনের উতেন।
শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রিড়া কক্ষে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় রাজীব ক্যান্ডিটেড মাস্টার সোহেল চৌধুরীকে, মিনহাজ মোঃ শরীফ হোসেনকে, পরাগ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে, সাইফ হাসান নাজির উদ্দিনকে, ফাহাদ নয়ন কুমার মোহন্তকে এবং উতেন মোহাম্মদ আলমগীর-২কে পরাজিত করেন। এছাড়া আমিন এনায়েতের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫