ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল সোয়ানসি সিটিকে বড় ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। হোসে মরিনহোর শিষ্যরা অতিথি হিসেবে খেলতে গিয়ে স্বাগতিক সোয়ানসি সিটিকে ৫-০ গোলে হারিয়েছে।
অসাধারণ একটি মৌসুম শুরু করা ইংলিশ জায়ান্ট চেলসি এ ম্যাচে প্রথম থেকেই সোয়ানসি সিটিকে চেপে ধরে। ম্যাচে জোড়া গোল পেয়েছেন ব্রাজিল তারকা অস্কার ও দিয়েগো কস্তা। এছাড়া বাকি গোলটি করেন আন্দ্রে শ্যুরল।
ম্যাচের প্রথম মিনিটেই গোল করে দলকে লিড পাইয়ে দেন অস্কার। দলের দ্বিতীয় গোলটি করেন দিয়েগো কস্তা। সেস ফ্যাব্রিগাসের অ্যাসিস্টে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোলটি করেন কস্তা। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় আবারো ব্যবধান বাড়ান তিনি। ফলে, ৩-০ গোলে এগিয়ে যায় মরিনহোর ছাত্ররা।
ম্যাচের ৩৬ মিনিটে দলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোল করেন অস্কার। কাউন্টার অ্যাটাকে দিয়েগো কস্তার অ্যাসিস্টে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্লুজরা।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ শানালেও ম্যাচের ৭৯তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আন্দ্রে শ্যুরল। আর তাকে গোল করতে সহায়তা করেন ব্রানিস্লাভ ইভানোভিচ। ফলে, ৫-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এ ম্যাচে জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই রইল চেলসি। ২২ ম্যাচে ১৬ জয়ের পাশাপাশি মরিনহোর ছাত্ররা ৪টি ম্যাচ ড্র করেছে। আর বাকি দুই ম্যাচে পরাজয় নিয়ে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৫২ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫