ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

মির করপোরেট ফুটবলের চ্যাম্পিয়ন ব্যান্ডো ডিজাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, জানুয়ারি ১৮, ২০১৫
মির করপোরেট ফুটবলের চ্যাম্পিয়ন ব্যান্ডো ডিজাইন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মির করপোরেট ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে ব্যান্ডো ডিজাইন। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ইন্টারন্যাশনাল তার্কিশ হোপ স্কুলকে হারিয়েছে ব্যান্ডো ডিজাইন।


 
শনিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো ফল না আসলে, টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জয় লাভ করে ব্যান্ডো ডিজাইন। তারা উদ্বোধনী শিরোপা নিজেদের করে নিতে ৪-২ গোলে হারায়  ইন্টারন্যাশনাল তার্কিশ হোপ স্কুলকে।
 
এদিকে বোল ফাইনালে ভিজার্টকে ৩-২ গোলে হারিয়েছে মির গ্রুপ। আর প্লেট ফাইনালে  ম্যাগনিটো ডিজিটালকে ৪-৩ গোলে হারিয়েছে আইডিএলসি।
 
ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মির গ্রুপের পরিচালক নাবা-ই-জহির, লিও এন্টারটেইনমেন্টের  ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান রোহান, সাবেক ক্রিকেটার সামিউর রহমান, এসি ওয়ার্ল্ডের পরিচালক এম এ হোসেন ববি  এবং সাবেক বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
 
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।