ঢাকা: ২৯ জানুয়ারি মাঠে গড়াবে বহুল প্রতিক্ষিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ১০ দিন ব্যাপি এ টুর্নামেন্টটির ফিকশ্চার প্রকাশিত হয়েছে।
২৯ জানুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে লাল-সবুজ দল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে সিলেট জেলা স্টেডিয়ামে। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে।
সিলেটে মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড এই চারটি দেশের গ্রুপ পর্ব ও একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সিলেটে।
২৯ জানুয়ারী উদ্বোধনী ম্যাচে অংশ নেয়ার পরে ২ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এটিই মূলত বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্যনির্ধারণী ম্যাচ।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচ সিরিজ ১-১ ও ১-০ তে জেতায় ফেভারিট হিসেবে ধরা হচ্ছে স্বাগতিকদের।
৩১ জানুয়ারি সিলেটে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে পরদিন ঢাকা ফিরবে শ্রীলঙ্কা দলটি। একদিন বিরতির পর আরেকটা বড় ম্যাচ খেলতে নামার সময় ভ্রমণক্লান্তিও থাকবে লঙ্কান ফুটবলারদের ওপর। তাতে বাড়তি সুবিধা পাওয়ার কথা স্বাগতিকদের। ৩০ জানুয়ারি সিলেটে সিঙ্গাপুর-থাইল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে 'খ' গ্রুপের লড়াই।
এদিকে, গালফ কাপে অংশ নেয়া বাহরাইন অলিম্পিক দলের প্রথম ম্যাচ ১ ফেব্রুয়ারি। তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর অলিম্পিক দল। একদিন পর ৩ ফেব্রয়ারি বাহরাইন মুখোমুখি হবে থাইল্যান্ডের। গ্রুপের পরের দুই ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ৫ ফেব্রুয়ারি সিলেটে 'ক' গ্রুপ চ্যাম্পিয়ন ও 'খ' গ্রুপ রানার্সআপরা প্রথম এবং পরদিন 'খ' গ্রুপ চ্যাম্পিয়ন ও 'ক' গ্রুপ রানার্সআপরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। জয়ী দুই দল ৮ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ফাইনালে।
সবক'টি ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। আর ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। বিশ্বময় ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল ফক্স স্পোর্টস।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫