ঢাকা: সম্প্রতি ১৬ বছর বয়সী নরওয়ের উঠতি তারকা মিডফিল্ডার মার্টিন ওদেগার্ডকে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর তারপর থেকেই রিয়াল ভক্তরা এ তরুণ তারকাকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সাথে তুলনা করে চলেছেন।
নতুন চুক্তি করা ওদেগার্ড স্প্যানিস লা লিগায় করদোভার বিপক্ষে রিয়ালের ম্যাচের আগে মূল দলের সঙ্গে অনুশীলনও করেন। তখন থেকেই অনেকে বলে চলেছেন রিয়ালের এ উঠতি তারকার খেলার ধরণ বার্সেলোনার মেসির মতো।
তবে, নরওয়ের সাবেক তারকা জ্যান ফোর্তফ এ ব্যাপারে বেশ চটেছেন। তিনি বলেন, মেসির সঙ্গে ওদেগার্ডকে তুলনা করা চলে না। একমাত্র মুর্খরাই তা করছে। আর বিভিন্ন সংবাদমাধ্যম গুলো তা ফলাও করে প্রচার করে যাচ্ছে।
তিনি আরও বলেন, মেসি বিশ্ব ফুটবলে যা করছে, হয়তো ওদেগার্ড সে রকম কিছুর দিকে যাবে। তবে, এখনই মেসির সাথে তার তুলনা করা চলে না। ওদেগার্ড এখন থেকে এরকম অনুভব করলে সেটা তার জন্য বেশ ক্ষতিকর হবে। কারণ অল্প বয়সে তার উপর মেসির মতো বিশ্বসেরা তারকার খেতাব জড়িয়ে দিলে তা ওদেগার্ডের উপর চাপ সৃষ্টি করবে।
মেসি আর ওদেগার্ড প্রসঙ্গে নরওয়ের হয়ে ৭১ ম্যাচ খেলা এ সেন্টার ফরোয়ার্ড বলেন, এগারো মাস আগেও ওদেগার্ডকে কেউ চিনতো না। রিয়াল মাদ্রিদ তাকে খুঁজে পেয়েছে। এজন্য স্প্যানিস দলটিকে ধন্যবাদ জানাই। দেশের জাতীয় দলের হয়ে মাত্রই যোগ দেয়া ওদেগার্ডকে আমরা অনেক দূর এগিয়ে যেতে দেখতে চাই।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৫