ঢাকা: নাম বঙ্গবন্ধু গোল্ডকাপ, তাই স্বর্ণ বিষয়টি নামের সাথেই জড়িয়ে যাচ্ছে। অনেকেরই আগ্রহ কতটুকু স্বর্ণ থাকবে এই গোল্ডকাপ ট্রফিতে? এ বিষয়টি সম্পর্কে বাংলানিউকে বিস্তারিত জানালেন প্রাইজ এন্ড গিফট সাব কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ।
প্রাইজ এন্ড গিফট সাব কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ জানিয়েছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপের উচ্চতা হবে ২২ ইঞ্চি। যাতে ১০-২০ ভরি স্বর্ণ থাকবে। আর রানার্সআপ দলটি একই ডিজাইনের ট্রফি পাবে। তবে এটির উচ্চতা হবে ১৮ ইঞ্চি। এটির রং হবে রুপালি। তবে পুরো বিষয়টি এখনও প্রস্তাবিত রয়েছে। '
তিনি আরো বলেন, 'এটি বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর। আগের মতো ট্রফি কি চ্যাম্পিয়ন দলকে দিয়ে দেয়া হবে নাকি, রিপ্লেকা প্রদান করা হবে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। আগামীকাল হয়তো এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারব। বেশ কিছু ডিজাইন থেকে আমরা একটিকে নির্বাচিত করেছি, বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। হাতে সময় খুব কম। আশা করছি আগামী পরশু দিন ট্রফিটি হাতে পাব। '
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৫