ঢাকা: প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মারায় রিয়েল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর যথাযথ শাস্তি উচিত বলে মনে করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি মনে করেন, রোনালদো ফুটবল মাঠে যা করেছে, এজন্য তাকে অনুতপ্ত হতে হবে।
স্প্যানিশ লিগের ম্যাচে কর্দোভার বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার এডিমারকে লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। এ ঘটনায় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন রোনালদোকে তিন ম্যাচের বহিষ্কারাদেশও দিতে পারে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে।
ব্রাজিল দলের অধিনায়ক নেইমার তিনবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো প্রসঙ্গে বলেন, খেলার মাঠে অনেক মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। রোনালদো তার মাথা ঠিক রাখতে পারেননি।
উদাহরণ স্বরুপ নেইমার ফরাসি তারকা জিনেদিন জিদানের উদাহরণ টেনে বলেন, জিদানের মতো বিশ্বসেরা ফুটবলারও এমন কাজ করেছিলেন। এটা আমার ক্ষেত্রেও ঘটতে পারে। কোনো ফুটবলারই শতভাগ শান্ত থাকতে পারেন না।
নেইমার আরও বলেন, আমাদের অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে খেলা উচিৎ। আর রোনালদো যেটা করেছে তার জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। ম্যাচের দায়িত্বে থাকা রেফারিরা মাঠের ফুটবলারদের রক্ষা করতে আরও বড় ভূমিকা পালন করতে পারেন। মাঠের গুরুতর অপরাধগুলোকে অবশ্যই শাস্তি দিতে হবে।
তবে, এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রিয়াল তারকা রোনালদোকে যেন তিন ম্যাচের বহিষ্কারাদেশ দেওয়া না হয়, সেজন্য এডিমার নিজেই স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লিখেছেন, আজকের ম্যাচে আমার এই চিন্তাহীন কাজের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। বিশেষ করে এডিমারের কাছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৫/আপডেট: ১০০১ ঘণ্টা