ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

না জিতলে খেলাই ছেড়ে দিতাম: মামুনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
না জিতলে খেলাই ছেড়ে দিতাম: মামুনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: 'আজ ম্যাচে না জিতলে খেলাই ছেড়ে দিতাম। কি করবো বলেন আমার হাতে আর্ম ব্যান্ড কিন্তু আমি মান রাখতে পারছি না।

দেশের সম্মান রাখতে না পারলে কি করবো। ' কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।

'আমরা বেশ আনন্দিত। সমালোচকদের কথার জবাব আমরা দিয়েছি। স্বাভাবিক ভাবেই চাপ ছিল। ' তখন প্রশ্ন করা হয় এ জয়ের ফলে তো চাপটা হালাল হয়েছে? হাস্যজ্বল মামুনুল জানালেন, 'হাঁ, এ জয়ের ফলে চাপটা 'হালাল' হয়েছে। '

তিনি আরো যুক্ত করেন, আমরা কথা দিয়ে কথা রেখেছি। বলেছিলাম সেমিতে উঠব। সেমিতে উঠে গেলাম। এখন দেশবাসীকে চমকে দিতে চাই। আমরা প্রস্তুত চমকে দিতে। এখন একটাই লক্ষ্য বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলা। সমর্থক, দল আর দেশবাসী দোয়া করলে অবশ্যই ফাইনালে উঠে যাব আমরা। '

স্বাগতিক বাংলাদেশ সেমিফাইনালে কার বিপক্ষে লড়বে তা এখনও ঠিক হয়নি। আমরা যেহেতু 'এ' গ্রুপের রানার্স আপ দল তাই 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন আমাদের প্রতিপক্ষ। এখন 'বি' গ্রুপ থেকে  বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে বাহরাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আগামীকাল থাইল্যান্ড বনাম বাহরাইনের ম্যাচের উপর নির্ভর করছে কে হবে সেমিফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ।

আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিতে বাংলাদেশ লড়বে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।