ঢাকা: এই মৌসুম শেষেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে। কাতালান ক্লাবটির পক্ষ থেকে চুক্তি নবায়নের সম্ভাবনা না দেখে হতাশা ব্যক্ত করেছেন আলভেজের এজেন্ট দিনোরাহ সান্তানা।
খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় ২০১৬ সালের আগ পর্যন্ত নতুন কোনো ফুটবলার কিনতে পারবে না বার্সা। এই কারণেই আলভেজের চুক্তির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ছিল। তবে, এ ব্যাপারে কাতালান ক্লাবটির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন আলভেজের এজেন্ট।
দিনোরাহ এক সাক্ষাৎকারে বলেন, ‘বার্সার নিশ্চুপ থাকাটাই প্রমান করে তারা আলভেজকে আর চাইছে না। এখানে তিনি সাত বছর ধরে আছে এবং পরিপূর্ণ পেশাদারিত্বের সহিত খেলে যাচ্ছে। তার সঙ্গে বার্সার এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। ’
আলভেজের নতুন ঠিকানা নির্ধারনের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন দিনোরাহ। তিনি বলেন, ‘আমরা বার্সার সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করতে পারব না। ইতোমধ্যেই আলভেজকে পেতে লিভারপুল, চেলসি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ দেখিয়েছে। ’
২০০৮ সালে সেভিয়া থেকে ২৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সা নাম লিখিয়েছিলেন আলভেজ। কাতালানদের হয়ে রক্ষন সামলানোর পাশাপাশি ৩২১ ম্যাচে ২০টি গোল করেছেনে এই রাইট ব্যাক ডিফেন্ডার।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫