ঢাকা: স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে জাতীয় দলের প্রধান কোচ জাভিয়ার আগুয়েরেকে বরখাস্ত করেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)।
আগুযেরের প্রতি অভিযোগ উঠেছে তিনি স্পেনে থাকাকালীন স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।
জেএফএ প্রেসিডেন্ট কুনিয়া দাইনি এক বিবৃতির মাধ্যমে ৫৬ বছরের এ কোচের বরখাস্তের ব্যাপারটি নিশ্চিত করেন।
দাইনি বলেন, ‘আমরা তাকে বরখাস্ত করেছি কারণ তার জন্য দলে খারাপ প্রভাব পড়তে পারে। আর আগুয়েরেকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কোর্টে যেতে হতে পারে। তাই আমরা কোন ধরণের ঝুঁকি নিতে চাইনি। ’
জাপানের কোচ হওয়ার আগে আগুয়েরে ম্যাক্সিকো জাতীয় দল, অ্যাতলেতিকো মাদ্রিদ, এসপিওনাল, জারাগোজা ও ওসাসুনার কোচ ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫