ঢাকা: পরবর্তী খেলায় ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে আতিথিয়েতা দেবে রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে সেভিয়ার স্ট্রাইকার লাগো আসপাস জানিয়েছেন, রোনালদোই দলের একমাত্র সেরা তারকা না। তিনি জানান, পর্তুগিজ অধিনায়ক ছাড়াও রিয়াল শক্তিশালী একটি দল।
এর আগে গত মাসে কর্দোভার বিপক্ষে রিয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে গুরুতর ফাউল করায় রেফারি কর্তৃক সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। পরে সিআর সেভেন খ্যাত এ তারকা দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান। তবে রোনালদোকে ছাড়াই রিয়াল সোদিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় গ্যালাকটিকোরা।
এ ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে থাকছেন না রোনালদো। তবে আসপাস জানান, রিয়াল দলগত ভাবে ভালো খেলে।
আসপাস আরও বলেন, ‘রিয়ালের অনেক গ্রেট ফুটবলার রয়েছে। সুতরাং আমি মনে করি, একজনের অনুপস্থিতিতে দলের কিছু আসে যায় না। আমরা দেখেছি রোনালদো ছাড়াও দলটি সোসিয়েদাদের সঙ্গে কিভাবে খেলেছে। ’
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫