ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

মরুর দেশে গার্দিওয়ালার চোখ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, ফেব্রুয়ারি ৪, ২০১৫
মরুর দেশে গার্দিওয়ালার চোখ! পেপ গার্দিওয়ালা

ঢাকা: আজ সকালে বায়ার্ন মিউনিখ সমর্থকরা খবরের কাগজে চোখ রাখতেই বিস্মিত হয়েছেন। কারণ সংবাদ মাধ্যমগুলোতে লেখা ছিল, এ মৌসুম শেষেই হয়তো বাভারিয়ানদের কোচের দায়িত্ব ছাড়ছেন পেপ গার্দিওয়ালা।



পাশাপাশি আরও জানা যায়, বার্সেলোনার সাবেক কোচ তার পরবর্তী অ্যাসাইমেন্ট হিসেবে কাতার জাতীয় দলকে বেছে নিচ্ছেন। গার্দিওয়ালা তার খেলোয়াড়ি জীবনে দু’বছর কাতারের ক্লাবে খেলেছিলেন। ২০২২ সালে ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মরুভূমির দেশটি।

এদিকে সম্প্রতি মিউনিখের অনুশীলনের ফাঁকে গার্দিওয়ালাকে প্রায় গালফ্ স্টেটে যেতে দেখা গেছে। তাই ফুটবল সমর্থকদের মাঝে কৌতুহল জন্মেছে বিশ্বকাপকে কেন্দ্র করে হয়ত কাতার তাদের জাতীয় দলের জন্য গার্দিওয়ালার দিকে নজর দিচ্ছে।

গার্দিওয়ালা গত দুই মৌসুম ধরে জার্মান চ্যাম্পিয়নদের কোচের দায়িত্বে আছেন। এর আগে এ স্প্যানিয়ার্ড বার্সেলোনার হয়ে দীর্ঘদিন কোচের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।