ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম সেমিতে মুখোমুখি মালয়েশিয়া-সিঙ্গাপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
প্রথম সেমিতে মুখোমুখি মালয়েশিয়া-সিঙ্গাপুর

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের বাকী আর মাত্র তিন ম্যাচ। তারপরই পর্দা নামবে বহুল আলোচিত এই আন্তর্জাতিক ফুটবল আসরের।



সেমিফাইনালে প্রথম ম্যাচে বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় মুখোমুখি হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যুবারা।
 
মালয়েশিয়া ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। ২ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে তারা। প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়ে ১-০ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশকে। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ২-০ গোলে। এবার দলটির প্রতিপক্ষ সিঙ্গাপুর।
 
অপরদিকে ‘বি’ গ্রুপে ভাগ্যবান দল সিঙ্গাপুর। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে এবং কোনো ম্যাচ না জিতেই সেমির টিকেট নিশ্চিত করে তারা। প্রথম ম্যাচে তারা বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয় থাইল্যান্ডের কাছে।

মঙ্গলবারের গ্রুপপর্বের শেষ ম্যাচে সেমিতে যেতে হলে বাহরাইনকে কমপক্ষে ড্র করলেই চলতো থাইল্যান্ডের বিরুদ্ধে। পক্ষান্তরে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় থাইল্যান্ডের জন্য ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।

এদিকে, প্রথম ম্যাচে ড্র করলেও সেমিতে যাবার সম্ভাবনা বেঁচে ছিল ছিল সিঙ্গাপুরের। সেক্ষেত্রে থাইল্যান্ড-বাহরাইন ম্যাচের দিকে তাকিয়ে ছিল তারা। এ ম্যাচে অন্তত ২-০ ব্যবধানে বাহরাইন হারলেই শেষ চারে পৌঁছে যেত সিঙ্গাপুর। সেক্ষেত্রে বাহরাইন হজম করে আরে ৩ গোল। তাই সোজা সেমিফাইনালে উঠে যায় সিঙ্গাপুর।
 
গ্রুপ পর্বের সব ম্যাচ সিলেট ভেন্যুতেই খেলেছে মালয়েশিয়ার যুবারা। এতে পরিচিত ভেনুতে একটু বাড়তি সুবিধা পেতে পারে দলটি। এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসবে? ভাগ্যবান সিঙ্গাপুর নাকি দুরন্ত মালয়েশিয়া।  

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।