ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিজেদের মাঠে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নিজেদের মাঠে রিয়ালের জয় ছবি : সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক হিসেবে খেলতে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতিপক্ষ হিসেবে মাঠে আতিথিয়েতা নেয় সেভিয়া।

লা লিগার এ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ।

ম্যাচের দ্বিতীয় মিনিটে সেভিয়ার ভিতোলোর একটি প্রচেষ্টা প্রতিহত করেন রিয়ালের দেয়াল খ্যাত ইকার ক্যাসিয়াস। ভিতোলোর জোরালো শট রুখে দিয়ে ক্যাসিয়াস নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন দলকে। খেলার ১২তম মিনিটে রিয়ালের ব্রাজিল তারকা মার্সেলো লম্বা শটে বল বাড়িয়ে দেন কলম্বিয়ান জেমস রদ্রিগেজকে। দারুণ এক হেড করে রদ্রিগেজ রিয়ালকে লিড পাইয়ে দেন।

তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় রিয়াল মাদ্রিদ এ ম্যাচেও মাঠে নামাতে পারেনি দলের মূল স্ট্রাইকার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

ম্যাচের ১৮ মিনিটের মাথায় আবারো গোলের সুযোগ পেয়েছিল সেভিয়া। অতিথি দলের বোরার একটি শট গোলবারে লেগে ফিরে আসে। গোলবারের ডান দিক দিয়ে বোরার নেওয়া নিচু শটটি ক্যাসিয়াস রুখে দিতে ব্যর্থ হলেও তা প্রতিহত হয় পোস্টে লেগে। ২২ মিনিটে ভিতোলোর আরেকটি শট আবারো রুখে দেন রিয়ালের পুরোনো সৈনিক ক্যাসিয়াস।

নবম মিনিটে আঘাত পেয়ে মাঠ থেকে উঠে যান রিয়ালের সার্জিও রামোস। আর ২৭ মিনিটে একই কারণে মাঠ ছেড়ে বেড়িয়ে যান জেমস রদ্রিগেজ। তবে, মাঠে ছিলেন সামি খেদিরা, ইসকো, টনি ক্রুস, করিম বেনজেমা আর গ্যারেথ বেলদের মতো তারকারা। খেলার ৩২ মিনিটের মাথায় বেনজেমার সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক ভাবে আহত হন সেভিয়ার গোলরক্ষক বেতো। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

বেতোর বদলি হিসেবে মাঠে নেমেই নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন সার্জিও। খেলার ৩৬ মিনিটের মাথায় বেনজেমার পাস থেকে পা ছুঁইয়ে বল জেসে রদ্রিগেজকে পাঠিয়ে দেন ইসকো। আর ডানপায়ের জোরালো শটে জেসে রদ্রিগেজ গোল করে দলের ব্যবধান বাড়ান। রিয়াল এগিয়ে যায় ২-০ গোলে।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর খেলার ৫৪ মিনিটে রিয়ালের তারকা ইসকোর একটি শট রুখে দেন সেভিয়ার গোলরক্ষক সার্জিও। ৬৫ ও ৬৮ মিনিটে মার্সেলোর বাড়ানো আরও দুটি বলে বেনজেমা আর সামি খেদিরা গোলের সুযোগ আদায় করতে ব্যর্থ হন।

তবে, খেলার ৭৮ মিনিটে সুযোগ পেয়েছিল সেভিয়া। সেবার ব্যর্থ হলেও ৮০ মিনিটের মাথায় নিজেদের প্রথম গোলের দেখা পায় অতিথিরা। ভিতোলোর ডানদিক থেকে বাড়ানো বলে পায়ের আলতো ছোঁয়ায় রিয়ালের অধিনায়ক গোলরক্ষক ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন ইয়াগো আসপাস। যিনি ম্যাচের আগেই বলেছিলেন, রোনালদো ছাড়াও রিয়ালের আরও ভালো ফিনিশার রয়েছে।

ম্যাচের শেষ ৫ মিনিট রিয়ালকে চেপে ধরলেও সমতায় ফেরা হয়নি সেভিয়ার। ফলে, ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোহীন রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।