ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

কঙ্গোকে হারিয়ে ফাইনালে আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, ফেব্রুয়ারি ৫, ২০১৫
কঙ্গোকে হারিয়ে ফাইনালে আইভরি কোস্ট সংগৃহীত

ঢাকা: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকা ন্যাশান কাপের ফাইনাল নিশ্চিত করলো আইভরি কোস্ট। স্তেদিও দি বাতে আসরের প্রথম সেমি-ফাইনালে ইয়াইয়া তোরে, গারভিনহো ও উইলফ্রেড ক্যানোনের গোলে জয় নিশ্চিত করে হারভে রেনার্ডের শীর্ষরা।



আইভরি কোস্টকে এখন আজ রাতের দ্বিতীয় সেমি-ফাইনালে দিকে তাকিয়ে থাকতে হবে। যেখানে ঘানার বিপক্ষে লড়বে স্বাগতিক ইকোয়াটোরিয়াল গিনি। আর ১৯৯২ সালের পর আবারো দলটি আফ্রিকা সেরা হবার স্বপ্ন দেখছে।

এদিন খেলার ২১ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকা তোরের গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। তবে এর তিন মিনিট পরেই নিজেদের জালে হ্যান্ড বল হলে রোফারি কঙ্গোর পক্ষে পেনাল্টির বাঁশি বাজায়। আর এমবোকানির গোলে সমতায় ফেরে কঙ্গো।

পুরো ম্যাচে কঙ্গোর এতটুকুই সাফল্য। কারণ খেলার ৪১ মিনিটে উলফ্রেড বোনির অ্যাসিস্টে গারভিনহো গোল করলে ২-১ এগিয়ে যায় আইভরি কোস্ট। আর লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরে আক্রমণে ব্যস্ত থাকেন আইভরি কোস্টের ফুটবলাররা। আর খেলার ৬৮ মিনিটে ক্যানন প্রায় একক প্রচেস্ট‍ায় দলের লিড ৩-১ এ নিয়ে যান।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে ফাইনালি নিশ্চিত করে আইভরি কোস্ট।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।