ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

হিগুয়েনের শেষ মুহূর্তের গোলে সেমিতে নাপোলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, ফেব্রুয়ারি ৫, ২০১৫
হিগুয়েনের শেষ মুহূর্তের গোলে সেমিতে নাপোলি সংগৃহীত

ঢাকা: গঞ্জালো হিগুয়েনের অতিরিক্ত সময়ের গোলে কোপা ইতালিয়ায় ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে নাপোলি। ঘরের মাঠ স্তেদিও সান পাওলো এ জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করলো আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।



আর এ জয়ের ফলে নাপোলিকে শেষ চারে এখন লড়তে হবে লাজ্জিওর বিপক্ষে।

এদিন অবশ্য খেলার প্রথম থেকেই ধীর গতির ফুটবল প্রদর্শন করে দু’দল। তবে খেলার প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করেন হিগুয়েন। পরে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরেও গোলের দেখা পাচ্ছিল না দু’দলের ফুটবলাররা। এক সময় মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে। তবে নির্ধারিত সময় শেষ হলে রেফারি আরো চার মিনিট যোগ করেন।

আর যোগ করা সময়ের তিন মিনিটে ফাউজি গোউলামে অ্যাসিস্টে গোল করে দলের লিড এনে দেন আর্জেন্টাইন তারকা হিগুয়েন। সেই সঙ্গে ইন্টার সমর্থকদের কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করে রাফায়েল বেনিতেজের দল।

বাংলাদেশ সময়: ১১০২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।