ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

ইয়াসির উবাইদ, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর ছবি : শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফুটবলের অতীত ঐতিহ্য ফিরে আসতে শুরু করেছে। বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠবে।



বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শেষ মিনিটের গোলে সফরকারী দেশ মালয়েশিয়া ৩-২ গোলে জয়ী হয়।  

এর আগে ম্যাচের ৬৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী।   এরপর থেকে তিনি পুরো খেলা দেখেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমি ভাবিনি বাংলাদেশ এ আসরের ফাইনালে উঠবে। তারা খুবই ভালো খেলেছে। ফাইনালে পরপর দুটি গোলও দিয়েছে। আমি অপেক্ষায় থাকলাম পরবর্তী টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।

তিনি আরও বলেন, এবারের আসর দিয়ে ফুটবল আবারো প্রাণ ফিরে পেয়েছে। গ্রামে-গঞ্জে আবারো ফুটবল ছড়িয়ে পড়ুক, আমি সেটাই চাই। একদিন বাংলাদেশ ফুটবলের মধ্য দিয়ে বিশ্বজয় করবে, সে অপেক্ষায় থাকলাম। প্রতিবছরই বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হবে এই ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি আমার ফুটবলারদের সে জন্য প্রস্তুত থাকতে বলছি।

জয়ী দলের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, মালয়েশিয়া আমাদের বন্ধু দেশ। তারা ভালো খেলে জয়ী হয়েছে, তাদের অভিনন্দন। এছাড়া আমি অভিনন্দন জানাই সকল দর্শক, মিডিয়া কর্মী, আয়োজক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

এমন একটা সময়ে ফুটবলের মধ্য দিয়ে সকলের প্রাণ ফিরে এনেছে আসরটি, বলেন প্রধানমন্ত্রী।

ফাইনালের এ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পরাজয় মেনে নেয় বাংলাদেশ। ৩-২ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মামুনুল ইসলামের দলটির।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।