ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সাকে রুখতে পারবে না ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বার্সাকে রুখতে পারবে না ম্যানসিটি

ঢাকা: বার্সেলোনার সাবেক ডিফেন্ডার রোনাল্ড কোম্যান আশাবাদি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারাবে লুইস এনরিকের শিষ্যরা। বার্সাকে কোনো ভাবেই রুখে দিতে পারবে না ম্যানসিটি, এমনটি মনে করেন তিনি।



বার্সেলোনার শেষ আটে উঠার জোর সম্ভাবনা দেখছেন রোনাল্ড। তিনি বলেন, বর্তমান ম্যানসিটি দলটির চেয়ে বার্সা দলটি এগিয়ে রয়েছে। আর দ্বিতীয় লেগে বার্সা স্বাগতিক হিসেবে মাঠে নামবে, যা তাদের মনোবলের দিক দিয়ে দৃঢ় রাখবে।

নিজের সাবেক ক্লাব প্রসঙ্গে তিনি আরও বলেন, বার্সা সবসময়ই ফেভারিট হিসেবে মাঠে নামে। কোনো দলকেই তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজী নয়, সেটি হোম ম্যাচ হোক আর অ্যাওয়ে ম্যাচ হোক।

বার্সার প্রতিপক্ষ ম্যানসিটি প্রসঙ্গে তিনি বলেন, ইংলিশ জায়ান্টদের এবারের দলটি বেশ ভালো। দলে অসাধারণ কিছু ফুটবলার রয়েছে। তবে, আমার বিশ্বাস তারা বার্সার বিপক্ষে পেরে উঠবে না।

শেষ ষোলোর ম্যাচে আগামী ২৪ ফেব্রুয়ারি বার্সার মুখোমুখি হবে ম্যানসিটি। প্রথম লেগের এ ম্যাচে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আতিথ্য নেবে মেসি, নেইমার আর সুয়ারেজরা। আর ফিরতি লেগে ১৮ মার্চ বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে ম্যানুয়েল পেল্লেগ্রিনির ছাত্ররা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।