ঢাকা: সম্প্রতি ১৬ বছর বয়সী নরওয়ের উঠতি তারকা মিডফিল্ডার মার্টিন ওদেগার্ডকে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর তারপর থেকেই রিয়াল ভক্তরা এ তরুণ তারকাকে রিয়ালের হয়ে ম্যাচে মাঠে নামতে দেখার অপক্ষোয় রয়েছেন।
অভিষেক ম্যাচেই হয়তো ওদেগার্ডকে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ, টনি ক্রুসদের মতো তারকাদের পাশে।
এবার সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। নতুন চুক্তি করা ওদেগার্ড স্প্যানিস লা লিগায় রিয়ালের হয়ে মাঠে না নামলেও মূল দলের সঙ্গে অনুশীলন করেন। এবারে তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল ক্লাব কর্তৃপক্ষ। সেটিও আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। তাই বলা চলে, নরওয়ের এ তারকার অভিষেক ঘটতে যাচ্ছে বড় আসর দিয়েই।
চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে ওদেগার্ডকে রাখা হয়েছে এমনটি নিশ্চিত করেছে স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যম। রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে শালকের বিপক্ষে দুই লেগের ম্যাচে মাঠে নামবে। আর যদি সেখানে ওদেগার্ডের অভিষেক ঘটে, তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে নাম লেখাবেন ওদেগার্ড।
এর আগে রিয়াল মাদ্রিদের ‘বি’ দল ক্যাসিয়ার হয়ে খেলেছেন ওদেগার্ড। সে ম্যাচে রিয়ালের জুনিয়ররা বেইজিং গোওয়ানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। ম্যাচে ৬০ মিনিট রিয়ালের হয়ে খেলেন ওদেগার্ড। আর তাতেই হয়তো রিয়ালের মূল একাদশের প্রধান কোচ কার্লো আনচেলত্তির নজর কেড়েছেন রিয়ালের নতুন এ বিস্ময়বালক।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫