ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

থাইদের শক্তিশালী মানছেন ক্রুইফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
থাইদের শক্তিশালী মানছেন ক্রুইফ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: 'থাইল্যান্ড দলটি বেশ ভালো। গোল্ডকাপের আগে সবাই মনে করেছে বাহরাইন ভালো দল, কিন্তু মাঠের পারফরম্যান্সে প্রমাণ হয়েছে থাইল্যান্ড শক্তিশালী দল।

' কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ।

বৃহস্পতিবার তিনি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাবলীল ভাবে স্বীকার করলেন থাইরা শক্তি, যোগ্যতা আর বর্তমান অবস্থা বিবেচনা করে কতখানি এগিয়ে আছে।

তিনি আরো বলেন, 'টুর্নামেন্টের অন্যতম সেরা দল থাইল্যান্ড। ওরা ছোট  ছোট পাসে খেলে। দলটি যথেষ্ট তারুণ্য নির্ভর। পুরো দলটি ফিট আছে পরবর্তী ম্যাচের জন্য। আর ওদের বেশ ভালো ধারণা আছে ফুটবল সম্পর্কে। ' বাংলাদেশ দল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এ ম্যাচে বাংলাদেশের একটিই লক্ষ্য। সেমিতে ভালো খেলেই আমাদের ফাইনালে উঠতে হবে। '

বাংলাদেশ দল পরাজিত হলেই উঠে আসে চাপ সমস্যা, এ বিষয়টি মাথায় রেখে কি ধরণের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ? এ সম্পর্কে জানতে চাইলে কোচ বিষয়টি এড়িয়ে যান।   

কোচের সাথে গলা মিলিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলামও। তিনি বলেন, 'জয়ের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। আমাদের একটি লক্ষ্য বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলা। আগামীকালের ম্যাচে একটি টিম হিসেবে খেলতে চাই আমরা। '

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।