ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

নেইমারের প্রথম পছন্দ মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নেইমারের প্রথম পছন্দ মেসি

ঢাকা: যতই দিন যাচ্ছে বার্সেলোনার হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার। আর আর্জেন্টাইন লিওনেল মেসির কথা তো বলারই অপেক্ষা রাখে না।

ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার জানিয়েছেন, আক্রমণভাগের সঙ্গী মেসির সঙ্গে তিনি ক্রমাগতভাবে উন্নতি করে যাবেন।

বার্সার প্রধান পৃষ্ঠপোষক কাতার এয়ারওয়েজের বিজ্ঞাপনী প্রচারে দলের পারফরম্যান্সের পাশাপাশি নিজের গুণগানও ব্যক্ত করেন নেইমার। উক্ত বিজ্ঞাপনে মেসি-নেইমার ছাড়াও মডেল হয়েছেন লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে।

নেইমার বলেন, ‘বার্সার হয়ে খেলতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। মেসির পাশে খেললে সবই সহজ হয়ে যায়। মাঠে আমাদের সমন্বয় দিনের পর দিন ভালো হচ্ছে। আমার পছন্দের ফুটবলারদের মধ্যে মেসি অন্যতম। ’

উল্লেখ্য, এবছরের শুরু থেকে মেসি ও নেইমার দু’জনই পাল্লা দিয়ে লড়ছেন। এ বছর মেসির থেকে এক গোল বেশি করে ১০ গোল পূর্ণ করেছেন নেইমার। এ মৌসুমে বার্সার হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। ২৬ ম্যাচে নেইমারের গোলসংখ্যা ২২।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।