ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এখনো বিশ্বকাপের হতাশায় পুড়ছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
এখনো বিশ্বকাপের হতাশায় পুড়ছেন মেসি লিওনেল মেসি

ঢাকা: দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তাও কিনা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে।

কিন্তু তীরে এসেও তরী ডুবালো আলবিসেলেস্তেরা। জার্মানির সঙ্গে হারের হতাশাটা পুরো আর্জেন্টিনা দল আজীবন বয়ে বেড়াবে বলে জানিয়েছেন লিওনেল মেসি।

গত বছরের জুলাইয়ে মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানি-আর্জেন্টিনা দু’দলই ফেভারিট ছিল। পরিষ্কার কিছু গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় মেসি-হিগুয়েইনরা। অতিরিক্ত সময়ে জার্মান স্ট্রাইকার মারিও গোতজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জোয়াকিম লোর শিষ্যরা।

মেসি বলেন, ‘আমি কি বলবো বুঝতে পারছি না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা কয়েকটা নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলাম। এরকম সুযোগ তো আর সব সময় আসবে না। ফাইনাল গোল না করার হতাশাটা ‍আমি আজীবন বয়ে বেড়াবো। সেইসঙ্গে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ হাত ছাড়া হওয়ায় আমি সহ পুরো দলই হতাশাগ্রস্ত। এটি আমাদের জন্য কখনোই ভুলবার নয়। ’

উল্লেখ্য, বার্সা তারকা মেসি বিশ্বকাপে চারটি গোল করেছে। আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়ার কৃতিত্বস্বরুপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল অ্যাওয়ার্ড উঠে চারবারের বর্ষসেরা ফুটবলার মেসির হাতে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।