ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

নতুন আন্ডারওয়্যারে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, ফেব্রুয়ারি ৬, ২০১৫
নতুন আন্ডারওয়্যারে রোনালদো সংগৃহীত

ঢাকা: গতকালই ত্রিশে পাঁ রাখলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জীবনের মাঝামাঝি সময়ে আসলেও এতটুকু দমে যাননি পর্তুগিজ অধিনায়ক।



কার্লো আনচেলত্তির দলের ইউরোপের সফলতার পেছনে যে ফুটবলারের মূল ভূমিকা, সেই রোনালদো নিজের জন্ম দিনে ক্যামেরার সামনে আসলেন আরো গ্ল্যামার নিয়ে।

এদিন ব্যালন ডি’অর জয়ীকে দেখা যায় সিআর সেভেন ব্র্যান্ডের নতুন একটি আন্ডারওয়্যারে ফটোশুটে। যেখানে নতুন পোশাকের সঙ্গে শরীরিক গঠনও প্রদর্শন করেছেন লা লিগায় ১৮ ম্যাচে ২৮ গোল করা এ তারকাকে।

এদিকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার পর আগামী সাত ফেব্রুয়ারি রিয়ালের হয়ে আবারো মাঠে নামছেন রোনালদো। এর আগে কর্দোবার বিপক্ষে গুরুতর ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। পরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।