ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গার্দিওলার আচরণ বিরক্তিকর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
গার্দিওলার আচরণ বিরক্তিকর সংগৃহীত

ঢাকা: বিশ্বের শীর্ষ ফুটবল কোচদের মধ্যে পেপ গার্দিওলা অন্যতম। তবে, বার্সা অধ্যায় শেষে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নেওয়া গার্দিওলাকে নিয়ে সমালোচনায় মেতেছেন সুইজারল্যান্ডের সাবেক রেফারি আরস মিয়ার।



১৯৯৮ বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছিলেন মিয়ার। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ও জার্মানির মধ্যকার সেমিফাইনাল ম্যাচ এবং একই বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেফারির দায়িত্বে ছিলেন মিয়ার।

মিয়ার জানান, সাইড লাইনে থাকা লাইন্সম্যানদের সঙ্গে গার্দিওলার আচরণ অত্যন্ত বিরক্তিকর। গত মঙ্গলবার শালকের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে কর্ণার দেওয়াকে কেন্দ্র করে সহকারী রেফারি মার্কুস হ্যাকারসের সঙ্গে বাজে আচরণ করেছেন বায়ার্ন কোচ। যা খুবই দুঃখজনক।

সুইস রেফারি এক সাক্ষাৎকারে বলেন, ‘রেফারির সঙ্গে গার্দিওলার আচরণ অসম্মানজনক। এর কোনো অর্থ হয় না। এ ধরণের অসৌজন্য ব্যবহার দ্বারা মূলত পুরো রেফারি কর্তৃপক্ষকেই খাটো করা ‍হচ্ছে। ’

উল্লেখ্য, এ বছর বুন্দেসলিগায় এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি গার্দিওলার বায়ার্ন। শালকের সঙ্গে ড্র করার অাগে বছরের প্রথম ম্যাচে উলফসবার্গের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল রোবেন-রিবেরিরা। আগামীকাল জয় খরা কাটাতে স্টুটগার্টের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।