ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বদলে যাচ্ছে বার্সার মাঠের নাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
বদলে যাচ্ছে বার্সার মাঠের নাম ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের পর এবার আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনার ঘরের মাঠের নাম পরিবর্তন হতে চলেছে। কাতালানদের স্পন্সর প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজ থেকে ক্লাবটিকে এমনই প্রস্তাব করা হয়েছে বলে জানা যায়।



স্পন্সর প্রতিষ্ঠানটির সিইও আকবর আল বাকের জানিয়েছেন, বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র নাম পরিবর্তনে ইচ্ছুক তার কোম্পানী।

বার্সার সঙ্গে কাতার এয়ারওয়েজের চুক্তি রয়েছে ২০১৬ সাল পর্যন্ত। তবে, এ চুক্তি আরও বাড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আকবর আল বাকের বলেন, আমাদের কোম্পানীর কাছে সবই সম্ভব। আমরা সব সময়ই চমক দিতে পছন্দ করি। চমকের একটি অংশ হিসেবে এবার আমরা প্রস্তাব রেখেছি ক্যাম্প ন্যু’র নাম পরিবর্তনের।

তিনি আরও যোগ করেন, কাতার এয়ারওয়েজ আর বার্সেলোনা একই পথে হাঁটতে চায়। তাই নতুন নামকরণ সম্ভব বলে আশা করছি।

এদিকে, বার্সেলোনার সহ-সভাপতি জাভিয়ের ফাউস এ প্রসঙ্গে বলেন, ক্লাবের সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠানটির সম্পর্ক বেশ ভালো। আমরা তাদের প্রস্তাবে সন্তুষ্ট। আমি আশা প্রকাশ করে বলছি, কাতার এয়ারওয়েজের সঙ্গে যেহেতু আমাদের কোনো সমস্যা নেই, তাই তাদের সঙ্গে আমরা আরও অনেক বছর কাজ করে যেতে চাই। নতুন প্রস্তাব নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। এ বছরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।