ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে আগামী ৮ ফেব্রুয়ারি রোববার মালয়েশিয়াকে হারালেই এক কোটি টাকা বোনাস পাবে বাংলাদেশ ফুটবল দল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন এ বোনাস ঘোষণা দিয়েছেন।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেই যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ দল। এবার আবারো ফাইনালে সেই মালয়েশিয়ার মুখোমুখি মামুনুলরা।
একই সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্ণধার মঞ্জুর কাদের চৌধুরীও বাংলাদেশ দলের খেলোয়াড়দের ২০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে প্রথম ম্যাচ জিতলে খেলোয়াড়দের ৩০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। কিন্তু সেই ম্যাচে ১-০ গোলে বাংলাদেশ হেরেছিল মালয় যুবাদের কাছে।
বাংলাদেশ সময় : ০৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫