ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোথায় পাবেন গোল্ডকাপ ফাইনালের টিকিট?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কোথায় পাবেন গোল্ডকাপ ফাইনালের টিকিট? ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মামুনুল, জাহিদ, হেমন্তদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে ফুটবলপ্রেমীরা টিকিটের জন্য হন্যে হয়ে পড়েছেন।

পুরো টুর্নামেন্ট জুড়েই দেখা গেছে টিকিটের জন্য হাহাকার!

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বনাম থাইল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের ম্যাচ চলাকালে বেশ কয়েকজন টিকিট প্রত্যাশী হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। অনেকেই কালোবাজারিতে টিকিট নিয়ে উপভোগ করেন সেমিফইনালের ম্যাচটি।

আগামী রোববারের ফাইনাল ম্যাচের টিকিট বাফুফে নির্ধারিত ৪টি স্থান থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকরা। গ্যালারি টিকিট ৮০, ভিআইপি টিকিট ১৫০ টাকায় পাওয়া যাবে।
 
১. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে ভবন)।
২. মহানগরী ফুটবল লিগ কমিটির অফিস।
৩. বঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্ধারিত দুটি টিকিট কাউন্টার।  

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের দল বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে নাম লেখায় (২ খেলায় ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে)সিলেটে প্রথম ম্যাচে তারা ০-১ গোলে ‘মালয় টাইগার্স’ খ্যাত মালয়েশিয়ার কাছে হারলেও ঢাকায় দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে পরাজিত করে।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের দল বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে নাম লেখায়। সিলেটে প্রথম ম্যাচে ০-১ গোলে ‘মালয় টাইগার্স’ খ্যাত মালয়েশিয়ার কাছে হারলেও, ঢাকায় দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে পরাজিত করে। এরপর সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।