ঢাকা: দু’দিন আগেই ২২ থেকে ২৩ এ পা রাখেন বার্সা তারকা নেইমার। জন্মদিন উদযাপন শেষে গতকাল বার্সার অনুশীলনে ফিরেছেন এই ব্রাজিল তারকা।
আগের রাতে জন্মদিনের পার্টিতে মগ্ন থাকাতেই হয়তো অনুশীলনে পাঁচ মিনিট দেরি করে ফেলেন নেইমার। পাঁচ মিনিট হলেও বার্সা কোচ লুইস এনরিকের কোড অব কন্ডাক্ট অনুযায়ী অনুশীলন শুরু হওয়ার এক ঘন্টা আগেই ফুটবলারদের মাঠে উপস্থিত থাকতে হয়।
নেইমারের সঙ্গে স্বদেশী দানি আলভেজও রাতভর পার্টিতে জমে ছিলেন। কিন্তু, এই ডিফেন্ডার নির্দিষ্ট সময়েই অনুশীলনে ফেরেন। উল্লেখ্য, নেইমার ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো ও কার্লোস তেভেজের জন্মদিন একই দিনেই। তাই এটিকে ফুটবলের বড় জন্মদিন হিসেবেই ভাবা হয়।
নেইমারের জন্মদিনের কেকে মিনি নেইমারকে দেখা যায়। সেখানে ব্রাজিলিয়ান ট্রেডমার্ক অনুযায়ী দু’হাত উপরে তুলে ধরেন নেইমার জুনিয়র। দামী এই কেকটির উপরের অংশটিতে বড় করে এনজেআর(নেইমার জুনিয়র) ও সামনের অংশটিতে ২৩(বয়স) লেখা। কেকটি বেশ কালারফুলও বটে।
উল্লেখ্য, এ মৌসুমে বার্সার হয়ে লা লিগায় ১৮ ম্যাচে ১৫ গোল করেছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে করেছেন ২২ গোল।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫