ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

সাবজেক্টের নাম ‘ক্রিস্টিয়ানো রোনালদো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, ফেব্রুয়ারি ৭, ২০১৫
সাবজেক্টের নাম ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি বিশ্বফুটবলের সেরাদের তালিকায় রয়েছেন। এবার রোনালদো মাঠের বাইরে বেরিয়ে ঢুকে যাচ্ছেন শিক্ষার্থীদের ক্লাসরুমে।

ইউনিভার্সিটির একটি সাবজেক্ট (বিষয়) হতে চলেছে ‘ক্রিস্টিয়ানো রোনালদো’।

কানাডিয়ান ইউনিভার্সিটি ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ নামে একটি ডিগ্রি চালু করতে যাচ্ছে। এটি চালু হলে রিয়াল মাদ্রিদ তারকাকে নিয়ে পড়ালেখা আর গবেষনা করতে পারবেন সে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

কানাডার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কলম্বিয়া অকানাগান এ বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছে শিক্ষার্থীদের। সমাজবিজ্ঞান নিয়ে যারা সেখানে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন, তারা এবার রোনালদোকে নিয়ে আলাদা ভাবে আরও চার বছরের কোর্স করতে পারবেন। আর এমনটি জানিয়েছেন খোদ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

উক্ত ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক লুইস এগুয়ার এ প্রসঙ্গে বলেন, আমার মূল লক্ষ্য সমাজকে নিয়ে। এখানে যদি রোনালদো বা ফুটবলকে নিয়ে গবেষনা করা যায় তাহলে, আমরা ধীরে ধীরে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারবো। রোনালদো বা ফুটবলই পারে আগ্রহী শিক্ষার্থীদের সমাজ নিয়ে চিন্তা করতে।

তিনি আরও বলেন, ক্লাসের শিক্ষার্থীদের রোনালদোকে নিয়ে আগ্রহের কমতি নেই। তার খেলার বৈশিষ্ট্য, ধরণ, গতি, শক্তি, নৈতিকতা ও শৃঙ্খলা নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করে। আর এখান থেকেই সমাজের বিষয়গুলো তাদের মনের ভেতরে চলে আসে।

তবে, রোনালদোই একমাত্র ফুটবলার নন, যাকে নিয়ে এ রকম একটি বিষয় খোলা হচ্ছে। এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামকে নিয়ে কোর্স করার সুযোগ করে দিয়েছে স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।