ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ রক্ষা হলোনা মার্সেলোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
শেষ রক্ষা হলোনা মার্সেলোর মার্সেলো

ঢাকা: এ মৌসুমে লা লিগায় পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো। এরপরই তার পক্ষে আপিল করে ক্লাব কর্তৃপক্ষ।

তবে, শেষ রক্ষা হয়নি। স্প্যানিশ ডিসিপ্লিনারি কমিটি ফর স্পোর্টস (টিএডি) এই আপিল খারিজ করে দিয়েছে।

ঘরের মাঠ বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ৬০ মিনিটের মাথায় স্প্যানিশ স্ট্রাইকার ভিতোলাকে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন মার্সেলো। এরই সঙ্গে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে, মার্সেলো হতাশা ব্যক্ত করে বলেছিলেন, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে হলুদ কার্ড দেখানো হয়েছে।

এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকায় আজ মাদ্রিদ ডার্বির ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না মার্সেলো। এর আগে বার্নাব্যুতে দু’দলের মধ্যকার মৌসুমের প্রথম ম্যাচে স্বাগতিক রিয়ালকে ২-১ গোলের হারের লজ্জা দেয় দিয়েগো সিমিওনের শিষ্যরা।

আজকের ম্যাচে মার্সেলো ছাড়াও আরো দুই ডিফেন্ডার সার্জিও রামোস ও পেপে ইনজুরির কারণে খেলতে পারবেন না। রামোস পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এছাড়াও সেভিয়ার বিপক্ষে ম্যাচে পা ভেঙে যাওয়ায় দু’মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে মিডফিল্ডার জেমস রদ্রিগেজকে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।